Bridge of Spies Imdb

  • A commentary by
    arif zaman
  • ১৯৫৭ সালের স্নায়ু-যুদ্ধের সময়... আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন একে অপরকে তাদের পারমাণবিক সামর্থ্য আর তার সাথে সংশ্লিষ্ট দুরভিসন্ধির জন্য ভয় পেতো। ...দুই পক্ষই এই কাজে গুপ্তচর নিয়োগ করেছিল... আর তারা অন্য পক্ষের গুপ্তচরকে বাগে পেলে ছেড়ে কথা বলত না। ঠিক তখন আমেরিকায় এবেল নামক একজন স্পাই ধরা পড়ে। তখন জেমস ডনোভান নামক একজন আমেরিকান উকিলকে দায়িত্ব দেয়া হয় ঐ সোভিয়েত স্পাই এর হয়ে ওকালতি করার জন্য।
  • 10